বিজ্ঞপ্তি, খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
সম্প্রতি সারা দেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম আরো প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ৩২টি ব্যাংকের যৌথ উদ্যোগে বিভাগীয় শহর ময়মনসিংহে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধন করেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরীসহ অন্যান্য ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুল ব্যাংকিং কনফারেন্সে ময়মনসিংহের ৩২টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।