বিজ্ঞপ্তি, খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘মানি লন্ডারিং প্রিভেনশন এন্ড কমব্যাটিং টেররিস্ট ফাইনান্সিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২১ সেপ্টেম্বর, সোমবার ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।