শেখ সেলিম, বেলাব (নরসিংদী), খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
নরসিংদীর বেলাবতে বাসের চাকায় পিষ্ট হয়ে আঃ ছাত্তার নামে রায়পুরা থানার এক পুলিশ কনষ্টেবল নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২১ সেস্টেম্বর) দুপুর ১টায় উপজেলার নারায়নপুর বাসষ্টেন্ডের সন্নিকটে কুকুরমারা নামক স্থানে।
রায়পুরা থানার অফিসার্স ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, ঘটনার দিন দুপুরে কনষ্টেবল আঃ ছাত্তার হাইওয়েতে ডিউটি কালীন সময়ে ঢাকা গামী রুপসী বাংলা(ঢাকা মেট্রো ব-১৪-৪৫০৮) একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিয়ে চলে যায়। পরে আহত পুলিশ কনষ্টেবল আঃ ছাত্তারকে ভৈরব আবেদিন হাসপাতালে নেয়ার চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করেছে।