খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
২৩ সেপ্টেম্বর ঢাকা ছেড়ে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ঈদ-উল-আযহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৫ সেপ্টেম্বর থেকে যোগ দেবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে। সেখানে ব্যস্ত সময় কাটবে টানা ছয় দিন। ১ অক্টোবর নিউইয়র্ক ছেড়ে, স্থানীয় সময় ২ অক্টোবর লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। আর ৩ অক্টোবর দেশে ফিরে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। এর মধ্যে দিয়েই শেষ হবে ১১ দিনের ব্যস্ত সফর।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৫ উড়োজাহাজটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়বে ২৩ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে। ফ্লাইটটি ওইদিনই ঢাকার সময় রাত পৌনে ১০টার দিকে (স্থানীয় সময় বিকেলে পৌনে চারটায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। হিথ্রোতে প্রধানমন্ত্রীকে স্বাগত ও বিদায় জানাতে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান। বিমানবন্দরে তিন ঘণ্টারও বেশি সময়ের ট্রানজিট নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১৮১-এ চেপে বসবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। আর স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৪ সেপ্টেম্বর সকাল ৬টায়) পৌঁছাবেন নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এবছর নিউইয়র্কের পার্ক এভিনিউস্থ হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী।