Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
7জেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার চর আসুতোষপাড়া গ্রামের মাজিদুল ইসলামের ছেলে বিপ্লব (২২), একই এলাকার আলমগীর হোসেন (২৪) ও বাচ্চু মিয়া (২০)। একজনের পরিচয় যানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, রাত ১১টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে ৫ যাত্রী পাবনা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে পেয়াজ বোঝাই একটি ট্রাক শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে দ্রুত তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ট্রাক এবং চালক মধু বিশ্বাসকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, আহত ৬ জনের মধ্যে ৩ জন মারা গেছেন। অন্য ৩ জনের অবস্থাও গুরুতর ছিল। তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।