Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
14ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সোমবার বিক্ষোভকারীরা অবিলম্বে হামলা বন্ধ করতে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের প্রতি আহ্বান জানিয়েছে। এ সময় তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধেও শ্লোগান দেয়।
দেশের বৃহত্তম সংগঠন আনসারুল্লাহর নেতা আব্দুল মালেক হুথি’র ডাকে আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাজধানী সানার রাজপথে মানুষের ঢল নেমেছে। সৌদি বিমান হামলার আশঙ্কা উপেক্ষা করে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে।
এদিকে সোমবার ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। হাসবা ও সাওয়ান জেলা এবং সানার একটি স্টেডিয়ামে বোমা বর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে।
গত ২৬ মার্চ থেকে দরিদ্র দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্ররা।