Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
17চারদিকে যখন বেতন বৃদ্ধির দাবি তুঙ্গে, তখন ক্রিকেটাররাই বা বাদ যাবেন কেন। তাই বেতন বৃদ্ধির দাবি তুলেছেন বিসিবির পুলে থাকা ক্রিকেটাররা, যা এরই মধ্যে ক্রিকেট পরিচালনা পর্ষদের টেবিলে রয়েছে।
এ মুহূর্তে বিসিবি অ্যালিট প্যানেলের ১৪ ক্রিকেটারকে ৫ ক্যাটাগরিতে বেতন দিচ্ছে। যার মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন- মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের মাসিক বেতন ২ লক্ষ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লক্ষ ৭০ হাজার টাকা। যদিও এ মুহূর্তে এই ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই। তার পরেই রয়েছে ক্যাটাগরি ‘বি’। এই শ্রেণিতে থাকা রুবেল হোসেন, ইমরুল কায়েস আর নাসির হোসেনের বেতন মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক সৌরভ, এনামুল হক বিজয়, শফিউল ইসলামদের মাসিক বেতন ৯০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা তাইজুল ইসলাম, আরাফাত সানি আর পেসার আল আমিনের বেতন ৬০ হাজার টাকা। আগামী ডিসেম্বর পর্যন্ত এ চুক্তিতেই বেতন পাবেন ক্রিকেটাররা। ‘
ক্রিকেটারদের বেতন বৃদ্ধির আবেদন আমাদের হাতে এসেছে। তারা চান বোর্ড তাদের বেতন বৃদ্ধি করুক। আমরা তাদের প্রতিশ্র“তি দিয়েছি যে, ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখা হবে’- ক্রিকেট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এভাবেই আশ্বাস দিয়েছেন মাশরাফি-মুশফিকদের।