খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
জাতীয় আয়কর মেলার ষষ্ঠদিন সোমবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে ১ হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকার আয়কর আদায় হয়েছে।
করসেবা গ্রহণ করেছেন ৬ লাখ ৫০ হাজার ৫৫৯ জন এবং আয়কর বিবরণী জমা দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৫৫ জন করদাতা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়কর মেলার ছয়দিন পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৯৭৮ কোটি ৯৪ লাখ টাকার কর আদায় হয়েছে।
সোমবার ঢাকাসহ সাতটি বিভাগ এবং ২৪টি জেলা, ৩২টি উপজেলায় (২০টি ভ্রাম্যমাণ) একযোগে আয়কর মেলা হয়েছে।
রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে মেলা। আগামীকাল (মঙ্গলবার) যা শেষ হবে।