Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
23দেশের দ্বিতীয় বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ৬ দিন বন্দর দিয়ে সব ধরণের বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর থেকে ফের বন্দরের কার্যক্রম শুরু হবে।