খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এই প্রবাদ সম্পর্কে আমরা সকলে জানি। ধূমপানের হার কমানোর জন্য অনেক উপায় বিভিন্ন সময়ে বের করা হয়েছে এবং এখনও নতুন নতুন গবেষণা চালিয়ে যাওয়া হচ্ছে। বিজ্ঞানীরা এবার ধূমপানের হার কমানোর জন্য নতুন একটি উপায় বের করেছেন। তাদের সেই অভিনব উপায় হল বিদ্যালয়ের পড়াশোনায় ধূমপানের কুফল সম্পর্কে অবহিত করতে হবে।
ফাইনান্সিয়াল এক্সপ্রেস এর প্রতিবেদনে, এপিডেমোলোজি জার্নাল অ্যানটিকুইটিজ এর গবেষণাটি প্রকাশিত হয়। এখানে গবেষণার ফলাফল তুলে ধরা হল।নতুন এক মার্কিন গবেষণায় জানা যায়, যদি বেতন ১০ শতাংশ পরিমাণে বৃদ্ধি করা যায় তাহলে ধূমপানের পরিমাণ ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। পুরুষের মাঝে যারা উচ্চ শিক্ষিত তারা ১৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত ধূমপান ত্যাগ করতে পারেন।
যাদের বেতনের পরিমাণ কম তারা সংসার চালাতে যেয়ে হিমশিম খায়। তাদের মাথায় বিভিন্ন ধরণের দুশ্চিন্তার সৃষ্টি হয় এবং চিন্তা দূর করার জন্য তারা ধূমপান করে থাকেন। বিভিন্ন দেশে দিনদিন বেতনের পরিমাণ আরও কমিয়ে আনা হচ্ছে। যার ফলে ধূমপায়ীদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।লে বলেন, ‘ন্যূনতম মজুরি বৃদ্ধি স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে’।
লে এবং নেতৃত্ব লেখক জুয়ান ডু তার ডক্টরেট ডিগ্রি ইউসি ডেভিস থেকে লাভ করেন। তারা ১৯৯৯ সাল থেকে ২০০৯ সালের ২১ থেকে ৬৫ বছর বয়সী কর্মচারীদের অবস্থা ও বসবাসের রাষ্ট্র, ধূমপান, বেতন ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন।
যারা ২১ বছরের কম বয়স থেকে কাজ করেন তাদের বেতনের পরিমাণ সবচেয়ে কম। তাদের উপর অনেক চাপ থাকার কারণে তারা ধূমপান শুরু করেন। লে এর মতে কম বেতনের কারণেই মানুষ সবচেয়ে বেশি ধূমপান করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপায়ীদের শতকরা ৯০ শতাংশই ২০ বছর বয়সের আগেই ধূমপান শুরু করে দেয়। যারা ফুল টাইম কাজ করেন তারা আরও বেশি ধূমপান করেন। তাদেরকে চিকিৎসার মাধ্যমে ভাল করতে হবে।
পুরুষদের ক্ষেত্রে তারা বছরের পর বছরের বেতন বৃদ্ধির হার দেখেন এবং ধূমপানের রেট পর্যবেক্ষণ করেন। তখন দেখা যায় বেতন বৃদ্ধির সাথে সাথে ধূমপানের হার কমেছে। যুক্তরাষ্ট্রের যে সকল স্থানে বেতনের হার বেশি সে সকল স্থানে ধূমপায়ীদের হার অনেক কম।
তারা আরও দেখতে পায় মহিলাদের ধূমপানের হার মজুরি দ্বারা প্রভাবিত হয় না। ঘরোয়াভাবে বেতনের পরিমাণ বৃদ্ধি পেলেও পুরুষের ধূমপানের হার কমে না। তাদের সম্পূর্ণ গবেষণার সারমর্ম হল বেতন বৃদ্ধির সাথে সাথে ধূমপানের পরিমাণ কমে যেতে থাকে।