Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
42যৌন কর্ম একটি ভালো কসরত হওয়ার পাশাপাশি শরীরের অনেক সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকাও পালন করে। যেমন- রক্তচাপ কমায়, প্রতি মিনিটে ৫ ক্যালোরি ক্ষয় করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকী মাথা যন্ত্রনা বা মাইগ্রেনের ব্যাথা কমাতেও এর ভূমিকা রয়েছে।
চিকিৎসকরা বরাবরই বলে আসছেন, স্বাভাবিক রীতি-নীতি আর কলা-কৌশলের মত যৌনতাও সাধারন একটি বিষয়ই বটে। তবে বিষয়টি কিছুটি গোপনীয় হওয়ায় এ কাজে লিপ্ত হওয়ার সময় ঘটে যেতে পারে কিছু অনাকাঙ্খিত ঘটনা। যার সম্পর্কে সচেতন না হলে কিংবা সঠিক সময়ে পরামর্শ না নিলে আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার দুরন্ত যৌবন।
ফ্রেনেলাম ব্লিডিং:
চিকিৎকদের মতে এশীয় পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা সব থেকে বেশি হয়। আর সদ্যবিবাহিত পুরুষদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশী। পুরুষাঙ্গের সঙ্গে তার উপরের চামড়াটি যে অংশের সাহায্যে জুড়ে থাকে তাকে ফ্রেনুলাম বলা হয়। সঙ্গমের সময় সেটাই ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটাতে পারে। তার সঙ্গে ভয়ানক যন্ত্রনাও হতে পারে। তবে ভয়ের কিছু নেই।

পেনাইল ফ্র্যাকচার:
পুরুষাঙ্গে তো হাঁড় থাকে না, তাই ফ্র্যাকচার হতেই পারে। ডাক্তারি ভাষায় বড় ফ্র্যাকচারকে ‘পেনিস ব্রেক’ও বলা হয়। সঙ্গমের সময় আচমকা চোট লেগে এই বিপত্তি ঘটতে পারে। যদি হয় তবে ভয়নাক যন্ত্রনা হতে পারে। পুরুষাঙ্গ ফুলে গিয়ে মূত্রের সঙ্গে রক্তপাতও হতে পারে। আসলে সঙ্গমের সময় পুরুষাঙ্গের পেশিতে রক্তসঞ্চালন বেড়ে যায়। তাই হঠাৎ চোট লাগলে এমনটা হতে পারে। চিকিৎসকদের মতে, এমন ঘটনা অস্বাভাবিক নয়।

তবে লুকিয়ে রাখলে বা ডাক্তারের পরামর্শ নিতে দেরি করলে যন্ত্রনা বাড়বে বই কমবে না। চোট লাগলে সাময়িকভাবে কোল্ড কমপ্রেস করতে পারেন। ব্যাথা কমানোর হাল্কা ডোজের ওষুধও খেতে পারেন, তবে অপারেশন করাতেই হবে। খুবই ছোট্ট অপারেশন। এর পর ২ মাসের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন আপনি।