খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
৮ হাজার ৮২৫ কোটি দুই লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে— আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, এর ব্যয় ২ হাজার নয়শ’ ৩১ কোটি ৩৬ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, এর ব্যয় ৩৫ কোটি ৯২ লাখ টাকা। সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প, এর ব্যয় ৮০ কোটি ১৩ লাখ টাকা। কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে একশ’ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন, এর ব্যয় ৫ হাজার ৫৩০ কোটি ১৩ লাখ টাকা। সর্বশেষ অনুমোদিত প্রকল্পটি হচ্ছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নিমার্ণ প্রকল্পের তৃতীয় পর্যায়, এর ব্যয় ২০৩ কোটি ৬ লাখ টাকা।