Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
66ফুটবল বিশ্বে সবচেয়ে সফল কোচদের মধ্যে অন্যতম স্যার অ্যালেক্স ফার্গুসন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে সফলতার সঙ্গে কাটিয়ে দিয়েছিলেন একে একে ২৬টি বছর। তবে মজার খবর হচ্ছে রেড ডেভিলসে তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি মাত্র চারজন বিশ্বসেরা ফুটবলারকে পেয়েছেন। সম্প্রতি ফার্গুসনের লেখা বই ‘লিডিং’য়ে তিনি এই চারজন ফুটবলারের নাম জানান। তার চোখে বিশ্বসেরা হলেন, এরিক ক্যান্টোনা, রায়ান গিগস, পল স্কোলেস ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৭৩ বছর বয়সী ফার্গি এই চার তারকাদের মধ্যে থেকে পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে সবচেয়ে সেরা মানেন। বইটিতে ফার্গি লেখেন, ‘বর্তমান বিশ্বে দু’জন সেরা ফুটবলার রয়েছে। এদের একজন লিওনেল মেসি ও অন্যজন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আমি অন্য কারো সমালোচনা করছি না।’ তিনি ‍আরও লেখেন, ‘আমি ২৬ বছরে ম্যানইউতে চারজন সেরা ফুটবলার পেয়েছি। আমার মনে হয়, ক্যান্টোনা, গিগস, স্কোলেস ও রোনালদো বিশ্বসেরা ফুটবলার। তবে রোনালদো সবার থেকে আলাদা।’ সিআর সেভেন খ্যাত রোনালদোকে তরুণ বয়সে স্পোর্টিং লিবসন থেকে ১২.২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে আনেন ফার্গি। আর ছয় বছর পর ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে বিক্রি করেন এই স্কটিশ। এদিকে ফার্গির সেরা খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড তারকা ওয়েন রুনি, ডেভিড বেকহ্যাম ও রিও ফার্নান্দিনহোর মতো ফুটবলাররা।