Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
71মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করেছে ছাত্রদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের দাবি করেন। অবিলম্বে ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নেতারা বলেন, অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে করতে দেশের মানুষ এখন ক্লান্ত। এই অবৈধ সরকারের আমলে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থার। তারা বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু বিরোধী ছাত্র সংগঠন করার কারণে হলে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা করতে দেওয়া হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস ফেলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। বিবৃতিতে নেতারা মেডিকেলের ফাঁস হওয়া প্রশ্নপত্রের পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে আবার নতুন পরীক্ষা নেওয়ার দাবি জানান।