Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
72নারায়ণগঞ্জ সিটি কপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটো রিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এম দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মো. মাহবুবুর রহমান খান। এ বিষয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, নারায়ণগঞ্জ সিটির হাইওয়ে, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর এলাকায় ব্যাটারিচালিত রিকশা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেছেন। রুলে ওই এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা অপসারণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রিকশা অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটির আওতায় থাকা তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত সোমবার রিট আবেদনটি দায়ের করেন রুহুল আমীনসহ পাঁচজন রিকশামালিক।