Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20150921_AIBL_AgentBanking_pressখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ :দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ধারাবিহকতায় ২০ সেপ্টেম্বর, ২০১৫ ফেনীর মোহাম্মদ আলী বাজারে ব্যাংকের ৫ম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহমেদ খান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভূঁইয়া। এ সময় বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। আউটলেটের এজেন্ট মোঃ ইসরাফিল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেট থেকে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড প্রদান ইত্যাদি আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।