Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
79মৃত্যু পরবর্তী গোসলের জন্য মর্গে নিয়ে যাওয়ার পর জেগে উঠেছে মৃতদেহটি। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানের ইদি ফাউন্ডেশনের মর্গে। দাফন কাফন করতে পারিবারিক অক্ষমতার কারণে ৫৫ বছর বয়সী নারী মনজুরার মৃতদেহ তার পরিবার ইদি ফাউন্ডেশনের মর্গে নিয়ে যায়। সেখানে এক নারী কর্মীর কাছে গোসলের জন্য তার মৃতদেহ হস্তান্তর করা হয়। এরপরই ওই নারী কর্মী দেখতে পায় যে মৃতদেহটি শ্বাস নিচ্ছে। এটা দেখে মনজুরার আত্মীয় স্বজনকে ডাকতে থাকে সে। ইদি ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, যেসব পরিবার তাদের আত্মীয়দের মৃতদেহ দাফন কাফনে অক্ষম তাদেরকে ইদি ফাউন্ডেশন থেকে বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে থাকে। মনজুরার স্বামী বশির একটি পোল্ট্রি খামারে দিন মজুরের কাজ করে। সে পাকিস্তানের গণমাধ্যম ডনকে জানায়, মর্গে নেওয়ার সময় সে ছিল সম্পূর্ণ অচেতন। কিন্তু স্ট্রেচারে উঠানোর পরপরই সে জ্ঞান ফিরে পায়। এরপর তার পরিবার তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে তার দুম্বা গথের বাড়িতে নিয়ে যায়। বশির জানায়, তার স্ত্রী রোববার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করতে থাকে। গরিব হওয়ার কারণে তারা তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি। সে একটি ওষুধের দোকানে গিয়ে সেখানে তার প্রেসক্রিপশন দেখিয়ে তার জন্য কিছু ওষুধ নিয়ে আসে। রাত তিনটার দিকে তার অবস্থার অবনতি হতে থাকলে বশির তার পোল্ট্রি খামারের সুপারভইজারকে ডাকে তার স্ত্রীকে হাসপাতালে নিতে সহায়তা করার জন্য। সুপারভাইজার তার স্ত্রীর অবস্থা দেখে তাদেরকে কালিমা পড়তে বলেন। এরপরই অজ্ঞান হয়ে পড়ে মনজুরা। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তাকে মৃত ভেবে প্রতিবেশিদের সহায়তায় দাফন কাফনের জন্য তাকে মর্গে নিয়ে যায় তার পরিবার।