Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
80মোবাইল ফোনের বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মের দখল কম থাকলেও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর জন্য শীর্ষে রয়েছে এটি। নেটওয়ার্কিং সেবাদাতা অ্যালকাটেল-লুসেন্টের মোটিভ সিকিউরিটি ল্যাবের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ কোটি উইন্ডোজচালিত ডিভাইস বিবেচনায় নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যত ম্যালওয়্যার ছড়িয়েছে তার মধ্যে ৮০ শতাংশই উইন্ডোজচালিত ডিভাইস থেকে এসেছে। উইন্ডোজচালিত ল্যাপটপ বা পিসি যেভাবে মোবাইল নেটওয়ার্কে ম্যালওয়্যার ছড়াতে পারে: অ্যালকাটেল-লুসেন্টের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ উইন্ডোজচালিত ডিভাইস ব্যবহারকারী পিসি, ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে ডংগল বা অন্যান্য মোবাইল ওয়াই-ফাই ডিভাইস ব্যবহার করেন। এ ছাড়াও স্মার্টফোন থেকে পিসিতে সংযোগ বা পিসি থেকে মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। অনেক সময় মোবাইল থেকে পিসিতে ফাইল স্থানান্তর করা হয়। এভাবেই নেটওয়ার্ক তৈরি হয়ে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। গবেষকেরা দাবি করেছেন, ব্ল্যাকবেরির নিয়ন্ত্রিত অ্যাপ বিতরণ ব্যবস্থায় ম্যালওয়্যার কম ছড়ায়। এ ছাড়াও গুগলের প্রচেষ্টার কারণে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে ম্যালওয়্যার ছড়ানোর হার ৫০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। তবে অ্যাপলের আইওএসকে প্রায় নিরাপদ বলে দাবি করেছে অ্যালকাটেল-লুসেন্ট।