খোলাবাজার অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পা রাখলো দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা ‘দেশ রূপান্তর’।আজ সোমবার (০৪ মার্চ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখর ছিল দেশ রূপান্তর কার্যালয়।
রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে সকালে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনভর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেশ রুপান্তরকে শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক খোলা বাজার ও খোলাবাজার টোয়েন্টিফোর.কম।
এসময় রূপায়ণ গ্র“পের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এশিয়ান টিভির মালিক শিল্পপতি হারুন-উর-রশিদ, পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন উপস্থিত ছিলেন।