Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
81তৈরি পোশাকশিল্প কঠিন সময় পার করছে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) সাবেক সভাপতি ও সিনিয়র নেতারা বিনানির্বাচনে ২০১৫-১৭ সনের নেতৃত্ব নির্বাচিত করার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা হঠাৎ করেই হয়নি। দীর্ঘ আলাপ-আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে এটা ভাবার কোন সুযোগ নেই যে উদ্যোক্তাদের প্রতি নতুন কমিটির দায়বদ্ধতা কমে যাবে। আমি মনে করি এ দায়বদ্ধতা আরও অনেক বেড়ে যাবে। কারণ পোশাকশিল্পের লক্ষ্য অর্জনে সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’ বিজিএমইএ অডিটরিয়ামে মঙ্গলবার নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। বিজিএমইএ নির্বাচন বোর্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম বিজিএমইএ নতুন কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। ৩৫ সদস্যের নতুন এ কমিটিতে মাইনুদ্দিন আহমেদ প্রথম সহসভাপতি এবং ফারুক হাসান সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া এস এ মান্নান কচি, মোহাম্মদ নাসির, মাহমুদ হাসান খান (বাবু), ফেরদৌস আহমেদ বিভন এবং মো. ফেরদৌস সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সিদ্দিকুর রহমান আরও বলেন, একর্ড ও এলায়েন্স এর পরিদর্শনের ফলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান এমন স্থানে পৌছেছে, যেখানে গর্ব করা যায়। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। আমরা গর্ব করে বলতে পারবো তৈরি পোশাকশিল্পের জন্য বাংলাদেশ বেস্ট। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম বলেন, ৫০ বিলিয়ন ডলারের রফতানির লক্ষমাত্রা অর্জনে সরকার, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।