খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
জেলার রূপগঞ্জ উপজেলায় বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ গার্মেন্টের সামনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শ্রমিকরা দফায় দফায় এ বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা জানান, সকালে তাদের দুই মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার কথা মালিক কর্তৃপক্ষের। কিন্তু দুপুর পর্যন্ত কর্তৃপক্ষ বেতন-ভাতা ও বোনাস না দিয়ে টালবাহানা করছিল। পরে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। হারবেস্ট রিচ গার্মেন্টে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেয়। পরে শ্রমিকরা শান্ত হয়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা রতন বাবু জানান, সন্ধ্যার মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শ্রমিকরা এখন শান্ত রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।