খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
গরুকে জাতীয় পশু ঘোষণা করল নেপাল। হিন্দুধর্মে গরুকে গোমাতা হিসেবে পুজো করা হয়। পবিত্রতার প্রতীক হিসেবেও ধরা হয় গরুকে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের নয়া সংবিধানে এবার গরুকেই জাতীয় পশুর মর্যাদা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সোমবার নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কৃষ্ণপ্রসাদ সিতাউলা জানিয়েছেন, হিন্দুদের কথা ভেবেই গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হচ্ছে। ব¯‘ত শান্তি ও সংবিধান প্রণয়নে তিনিও মধ্যস্থ ছিলেন। তিনি জানিয়েছেন, এই নয়া সংবিধানে পশু সুরক্ষা ও গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে এটিকে সংবিধানের তালিকাভুক্ত না করা হলেও পরে এটিকে সংবিধানের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েকজন আইনপ্রণয়নকারী এক শিংওয়ালা গন্ডারকেও জাতীয় পশু করার প্রস্তাব দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া