Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
thakurgaonআজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা উন্নয়ন ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপূর্ত ও গৃহায়ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম এমপি, আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, আমজানখোর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, পাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. জিল¬ুর রহমান, চাড়োল ইউপির চেয়ারম্যান মো. আবু হায়াত নুরুন্নবী, ভানোর ইউপি চেয়ারম্যান অপূর্ব কুমার রায় চেীধুরী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, দুওসুও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বিজিবির পাড়িয়া বিওপির কমান্ডার উমেশ, উপজেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মো রমজান আলী প্রমুখ। সভায় বালিয়াডাঙ্গী উপজেলায় গরু চুরি, ছিনতাই, মোটরসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে এগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ তৎপর থাকার জন্য বলা হয়। আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।