Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
thakurgaonজেলার হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার সকাল ১১টায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কলিমুদ্দিনের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেশ। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ইউনুস আলী, থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ও প্রধান শিক্ষক এরফান আলী প্রমূখ। সমাবেশে দেড় শতাধিক ছাত্রছাত্রীর মা উপস্থিত ছিলেন।