কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাল্যবিবাহ রোধ বিষয়ে ৩ দিনব্যাপী সচেতনামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে ফাররিচিং ইকোনমিক্যাল এন্ড ইনভারমেন্টাল ডেভেলপমেন্ট (ফ্রীড) এর আয়োজনে প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস জাহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ রশিদ, ফ্রিড প্রকল্পের কো-অর্ডিনেটর এমএ সেলিম ও প্রশিক্ষক গোলাম রসূল জ্যাকি বক্তব্য রাখেন। ওই প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কিশোর-কিশোরী ও সুশীল সমাজের ৭৫ জন প্রতিনিধিকে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।