Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
2প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন শরিক দলের পাঁচ সদস্য। তারা হলেন- ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফ্ফর) সাধারণ সম্পাদক এটিএম এনামুল হক, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও একই পার্টির যুগ্ম আহ্বায়ক ড. অসিত বরন রায়। এই সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবেই নেতারা যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল পৌনে ১০টায় ঢাকা ত্যাগ করবেন। অবশ্য শরিক বামদলের নেতারা মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট পর পর দুইবার ক্ষমতায় এলেও জোটের এই নেতারা ব্যক্তিগতভাবে দৃশ্যত রাষ্ট্রীয় কোনও সুযোগ-সুবিধা বা পদ-পদবি পাননি। জোটের শরিক এ দলগুলো দলগতভাবেও উল্লেখ করার মতো কোনও সুবিধা পায়নি। সুবিধা বঞ্চিত এসব দলের নেতাদের জাতিসংঘ অধিবেশনের মতো সম্মানজনক রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করে মূলত তাদের এক ধরনের পুরস্কৃত করা হচ্ছে। একইভাবে গত বছর অনুষ্ঠিত জাতিসংঘের ৬৯তম অধিবেশনেও শরিক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ সিকদার, সাম্যবাদী দলের সাধারণ সম্পদক দিলীপ বড়ুয়া, বাসদ (মাহবুব) আহ্বায়ক মো. রেজাউর রশীদ খান ও গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে সিকদার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। এছাড়া এমপি হিসেবে জাসদের নেতা নাজমুল হক প্রধানও গত বছর জাতিসংঘ অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি জানিয়ে ন্যাপের সাধারণ সম্পাদক এটিএম এনামুল হক মঙ্গলবার বিকালে জানান, তিনিসহ শরিক দলের কয়েকজন নেতা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়াকে সম্মানের বিষয়ে হিসেবে দেখছেন সফরসঙ্গী শরিক কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. অসিত বরন রায়। ফ্লাইটের কিছুক্ষণ আগে এক প্রতিক্রিয়ায় এই নেতা বলেন, ব্যক্তিগত কোনও চাওয়া-পাওয়ার প্রত্যাশায় আমরা জোটবদ্ধ হয়নি। তারপরও প্রধানমন্ত্রী এই সফরে নিয়ে আমাদের সম্মানিত করছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এবার মোট ২২১ সদস্যের প্রতিনিধি জাতিসংঘ ‍অধিবেশনে যোগ দিচ্ছেন। এদের মধ্যে ১১৮ জন হচ্ছেন ব্যবসায়ী প্রতিনিধি। সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যক্তির মধ্যে বাম দলের নেতারা ছাড়াও রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, যুবলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের কয়েকজন নেতা।