Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
1এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যজনশক্তি উন্নয়ন পরিচালক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা ও জনশক্তি উন্নয়নের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চায় যে, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন ও পরবর্তীতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে।’ ‘প্রশ্নপত্র ফাঁসের যে সব অভিযোগ বিভিন্ন মহল কর্তৃক উত্থাপিত হয়েছে তা মোটেও সঠিক নয়। গত ১৫ এবং ১৭ সেপ্টম্বর র‍্যাব এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে দুটি চক্রকে আটক করে। এদের কারো কাছ থেকে এমবিবিএস এ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্নপত্র পাওয়া যায় নাই। ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ করার সব ধরনের সতর্কতা মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক অবলম্বন করা হয়েছিল।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো মহল কর্তৃক প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপিত হয় নাই। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে দাখিলকৃত রিট আবেদনটি মহামান্য হাইকোট কর্তৃক খারিজের মাধ্যমে বিষয়টি এরই মধ্যে মীমাংসিত।’ এ জন্য চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যজনশক্তি উন্নয়ন পরিচালকের পক্ষ থেকে স্বার্থান্বেষী সুবিধাভোগী চক্রের অসুভ কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।