খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার জন্য তদবিরে ব্যস্ত হয়ে পড়ছেন বিএনপি নেতারা। যেসব নেতা ঢাকা, যুক্তরাষ্ট্র ও আশেপাশের দেশ থেকে লন্ডন পৌছেছেন তাদের অনেকেই খালেদা জিয়া কিংবা তারেক রহমানের সঙ্গেও দেখা করতে পারেননি। তাই প্রবাসী নেতাদের মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতারাও দেখা করার জন্য তদবির করছেন বলে দলের বিভিন্ন সূত্র জানায়। গত ১৫ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরের দিন ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সোয়া ৭ টায় লন্ডনে পৌছেন। খালেদা জিয়ার সঙ্গে দেখার জন্য বিভিন্ন পর্যায়ের নেতারা ঢাকা, যুক্তরাষ্ট্র, ব্যাংকক, মালেয়েশিয়া থেকে লন্ডন পৌছেন। যেসব নেতা ইতিমধ্যে লন্ডন গেছেন তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করতে মরিয়া হয়ে উঠেছেন। গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে যুক্তরাজ্য বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন খালেদা জিয়া। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি। ওই মতবিনিময় সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে লন্ডনে পৌছেছেন তাদের অধিকাংশ নেতার সঙ্গে দেখা হয়নি। এজন্য তারা দেখা করতে তদবিরও শুরু করেছেন। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালামসহ বিভিন্ন মাধ্যমে তদবির চলছে বলে সূত্রে জানা গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপির অনেক নেতাই লন্ডনে অবস্থান করছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন গেছেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, দলের অর্থ সম্পাদক আব্দুস সালামসহ বেশ কয়েকজন নেতা। থাইল্যান্ড থেকে গেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসাবে ঢাকা থেকে গেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসাবে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল মিন্টু। এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা আগে থেকেই লন্ডন রয়েছেন বলে সূত্র জানায়। অবশ্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র গেলেও তিনি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত না করেই দেশে ফিরেছেন। লন্ডনের বিএনপির এক নেতা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাত কিংবা আলোচনা সভা, মতবিনিময় সভা করার জন্য একটি হোটেলও ভাড়া নেওয়া হয়েছে। হোটেলের লবিতে নেতাদের সাক্ষাত দিচ্ছেন তিনি। ঈদের দিন তিনি লন্ডনে নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। একই সঙ্গে তিনি ঈদের পর পর্যায়ক্রমে প্রবাসীসহ ঢাকা ও বিভিন্ন দেশ থেকে যেসব নেতা লন্ডনে গেছেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই সভায় বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভবিষ্যত কর্মপš’া, দলের কাউন্সিল ও আগামী নির্বাচনে দলের ভুমিকা কি হবে সেই বিষয় পরামর্শ নিবেন তিনি। ওই সভায় তারেক রহমান উপস্থিত থাকবেন। ওই সভায় অংশ নেয়ার জন্যও বিভিন্ন পর্যায়ের নেতারা তদবির করছেন বলে তিনি জানান।