খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রায় ৩ বছর বন্ধ থাকার পর আবারও ৬টি দল নিয়ে নভেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ৬টি ফ্রান্সাইজি নিয়ে বসবে এবারের আসর। ‘সিলেট রয়েলস’ নিজেদের নাম পাল্টে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ করার পর বরিশাল বার্নার্স নিজেদের নাম পাল্টিয়ে রেখেছে ‘বরিশাল বুলস’। এবার ঢাকা গ্ল্যাডিয়েটরস নিজেদের নাম পাল্টিয়ে রাখছে ‘ঢাকা ডায়নামাইটস’ নামে। দলটির ফ্র্যাঞ্চাইজি প্রধান নির্বাহী ওবেদ নিজাম সাংবাদিকদের এই কথা জানান। পাশাপাশি এবারের টুর্নামেন্ট প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে বলেও মনে করেন তিনি। অনেক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে শুরু হলেও, ফিক্সিং বিষে ক্রিকেট বিশ্বে বিতর্কিত বিপিএলের দুই আসর। তাই প্রশ্নের জটলা তৃতীয় আসরকে ঘিরেও। কিন্তু, এবারে টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্ট আয়োজন আরও স্বচ্ছ হবে বলে বিশ্বাস ‘ঢাকা ডায়নামাইটস’ কর্মকর্তাদের। ২০১২ ও ২০১৩। ভিন্ন মালিকানায় এ দুই আসরেরই চ্যাম্পিয়ন ছিলো ঢাকার দলটি। তাই ফ্র্যাঞ্চাইজি বদল হলেও, সমর্থকদের বাড়তি নজর এই দলটির ওপর। তাই ঢাকার ভক্তদের নজর তাই একটু ভিন্ন। সকলেই চায় দেশি-বিদেশি খেলোয়াড়দের মিশ্রণে হোক ‘ঢাকা ডায়নামাইটস’। বিসিবির যথাযথ নির্দেশনা পেলে, পূর্ণাঙ্গ পরিকল্পনা সাজানো হবে বলে জানালেন দলের কর্মকর্তারা। তবে দলের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেকব ওরাম আছেন তাদের পছন্দের তালিকায়। প্রসঙ্গত, ৬ দলের অংশগ্রহণে আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। এর আগে ২২ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্টের সূচি এখনো চূড়ান্ত হয়নি।