ফিফা সভাপতি হিসেবে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে এরই মধ্যে উয়েফা সভাপতি সাবেক ফরাসি তারকা ফুটবলার মিশেল প্লাতিনির নাম ছড়িয়েছে চারদিকে। তিনি নির্বাচনের ঘোষণাও দিয়েছেন। তবে মিশেল প্লাতিনিকে অনেকেই পছন্দ করছেন না। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফিফা সভাপতি পদে দেখতে চান না প্লাতিনিকে। তার মতে, সেপ ব্ল্যাটার আর মিশেল প্লাতিনি একই ধারার। ম্যারাডোনার পথেই হাঁটলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোমারিও। তার মতে, সেপ ব্ল্যাটার আর মিশেল প্লাতিনি একই স্কুলের ছাত্র। তিনি বলেছেন, ‘ফিফা দুর্নীতিতে আক্রান্ত। আর এর কেন্দ্রই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। কেন্দ্রের অনেকেই গ্রেফতার হয়েছে। আরও অনেকে গ্রেফতার হবে। আমি প্রতিদিন প্রার্থনা করি গ্রেফতারকৃতদের মধ্যে যেনো সেপ ব্ল্যাটারের নামও থাকে।’ ইতালিয়ান পত্রিকা লা গেজেত্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন রোমারিও। ৪৯ বছর বয়সী এ ব্রাজিলিয়ান আরও বলেন, ‘ব্ল্যাটার যে স্কুলের প্লাতিনিও সে স্কুলেরই।