খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের জাতীয় দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান মোদী। খবর এনডিটিভির। খবরে বলা হয়, ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর বাদশাহ আব্দুল আজিজ সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর পর থেকেই এ দিনটি সৌদি আরবের জন্মদিবস হিসেবে পরিচিতি পেয়ে আসছে। চলতি বছরে দেশটি তাদের ৮৫তম জাতীয় দিবস পালন করছে।