খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমেরিকায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন ময়মনসিংহে এবার কোরবানির ঈদ করবেন। বিশেষ করে আওয়ামী লীগ প্রধান, বিএনপি প্রধান, জাতীয় পার্টি প্রধান ও এই তিন দলের সাধারণ সম্পাদক ও মহাসচিববৃন্দ ঢাকায় ঈদ করছেন না। যার ফলে দলীয় সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে এবার ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এবার কোরবানির ঈদ করবেন। তিনি ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি ব্্িরটিশ এয়ারওয়েজে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারও গ্রহণ করবেন। ১ অক্টোবর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা। ফেরার পথে তিনি লন্ডন হয়েই আসবেন। এমন তথ্যই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে আছেন। বড় ছেলে তারেক রহমান, দুই পুত্রবধু ও নাতনিদের সঙ্গে এবার তিনি ঈদ করবেন। গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১৬ সেপ্টেম্বর লন্ডনের স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন। সেখানে তারেক রহমান, দুই পুত্রবধু, তিন নাতিনী ও প্রবাসী বিএনপি নেতারা তাকে বিপুল সংবর্ধনা জানান। প্রবাসী বিএনপি নেতা ছাড়াও যারা ইতিমধ্যে ঢাকা ও আশেপাশের দেশ থেকে লন্ডনে গেছেন ওইসব নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে সাক্ষাত দিবেন খালেদা জিয়া। এছাড়াও তিনি ঈদের দিন নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবার কোরবানির ঈদে ঢাকায় থাকছেন না। ইতিমধ্যে তিনি লন্ডন চলে গেছেন। লন্ডনেই তিনি কোরবানির ঈদ করবেন বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন। তিনি সিঙ্গাপুর থেকে আবার যুক্তরাষ্ট্রেও গেলেন। যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুর হয়ে তিনি ঢাকায় ফিরেছেন। তিনি ঢাকা থেকে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাবেন। এবার তিনি এলাকার মানুষের সঙ্গে কোরবানির ঈদ কাটাবেন বলে জানা গেছে। এদিকে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এবার কোরবানির ঈদে থাকবেন নিজ জেলা ময়মনসিংহে। তিনি ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহে যাবেন। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় তিনি ময়মনসিংহবাসীর সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করবেন। সেখানেই তিনি ঈদের দিন কাটাবেন বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবারও কোরবানির ঈদে থাকবেন রংপুরে। প্রতি বছরই তিনি নিজ জেলা রংপুরে ঈদের সময় থাকেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার সাংবাদিকদের বলেন, স্যার (এরশাদ) মঙ্গলবার রংপুরে যাচ্ছেন। তিনি সেখানেই ঈদ কাটিয়ে দু’একদিন পর ঢাকায় ফিরবেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পবিত্র হজ উদযাপন করতে সৌদি আরবে রয়েছেন বলে জানা গেছে।