খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় বাসের চাপায় তিন নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি। সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। দুপুরে বাসটি ইসলামাবাদ এলাকা অতিক্রম করার সময় পথচারী ওই তিন নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।