খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
যশোর সদর উপজেলায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে বাজারের মধ্যে গুলি করে হত্যা করেছে। পুলিশের দাবি, নিহত মফজেল আলী (৫৫) নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি বেড়ে মফজেল বা নকশাল মফজেল নামেও পরিচিত ছিলেন। মফজেল উপজেলার মালিয়াট গ্রামের শাহজাহান আলীর ছেলে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার সশনুদহ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, ময়নাতদন্তের জন্য মফজেলের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা আছে তা থানায় ফিরে জানানো যাবে বলে জানান ওসি। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মৃধা জানান, সশনুদহ বাজারে প্রতিপক্ষের লোকজন মফজেলকে প্রথমে গুলি করে। গুলি তাঁর বুকের ডানপাশে লাগে। এরপর ঘাতকরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, তালবাড়ীয়ার চার হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে মফজেলের বিরুদ্ধে।