Tue. Aug 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
55বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব ইকবাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। চুক্তিভিত্তিতে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শাহজাহান মাহমুদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে। শাহজাহানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২০১৮ সালের ১১ মে পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে। ইকবাল মাহমুদ গত ২৫ আগস্ট চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন, যদিও বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ না হওয়ায় তিনি এখনো যোগ দেননি। বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ শেষ হচ্ছে ২২ অক্টোবর। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ সচিব বোসকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। ইকবালের নিয়োগ বাতিল হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, ইকবাল মাহমুদের অনাগ্রহের কারণে নিয়োগ বাতিল করা হয়েছে। কারণ বিটিআরসি চেয়ারম্যানের পদটি মূলত অতিরিক্ত সচিব পদমর্যাদার। তাই সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়া ইকবাল মাহমুদের এ পদে যেতে আপত্তি ছিল। শাহজাহান মাহমুদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন, তার জন্মস্থান রংপুরে। পড়াশোনা শেষ করে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। এরপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই স্থায়ী হন। গত ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় ইকবাল মাহমুদের অবসরোত্তর ছুটি বাতিল করে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ কার্যকর হওয়ার কথা ছিল। ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

অন্যরকম