Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
63প্রতি ২৪ ঘন্টায় দেশে খুন হচ্ছে গড়ে ১২ জন মানুষ। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান মতে, গত ১৩ বছরে (২০০২-২০১৪) সারাদেশে ৫১ হাজার ৭শ’ ৯০টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহতদের তালিকায় রাজনীতিবিদ, শিক্ষক, ব্লগার, পুলিশ ও সন্ত্রাসী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০০২ সালে ৩,৫০৩ জন , ২০০৩ সালে ৩,৪৭১ জন, ২০০৪ সালে ৩,৯০২ জন, ২০০৫ সালে ৩,৫৯২ জন, ২০০৬ সালে ৪,১৬৬ জন, ২০০৭ সালে ৩৮৬৩ জন, ২০০৮ সালে ৪,০৯৯ জন, ২০০৯ সালে ৪,২১৯ জন, ২০১০ সালে ৩,৯৮৮ জন, ২০১১ সালে ৩,৯৬৬ জন, ২০১২ সালে ৪,১১৪ জন, ২০১৩ সালে ৪,৩৯৩ জন এবং ২০১৪ সালে ৪,৫১৪ জন মানুষ হত্যাকান্ডের শিকার হয়েছে। পরিসংখ্যানটি বিশ্লেষন করে দেখা যায়, বছরে দেশে খুন হচ্ছে গড়ে ৩ হাজার ৯শ’ ৮৪ জন মানুষ। মাসে এই খুনের সংখ্যা ৩৩২ জন। প্রতিদিনের গড় হিসেবে খুন হচ্ছে ১২ জন করে। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বছরে খুনের সংখ্যা সাড়ে ৩ হাজারের কোঠায় থাকলেও ২০১২ সাল থেকে ২০১৪ সালে এই খুনের সংখ্যা ৪ হাজার কোঠা ছাড়িয়ে যায়। পরিসংখ্যান বলছে, দেশে খুনের ঘটনা ক্রমশ বাড়ছে। পুলিশের তদন্তকারী সুত্রগুলো বলেছে, রাজনৈতিক নেতা কর্মী, ব্লগার ও সন্ত্রাসী হত্যার সঙ্গে পেশাদার খুনিরা জড়িত। এছাড়াও সম্পদ ও জমিজমার বিরোধেও খুন হচ্ছে মানুষ। তবে এধরনের খুনের ঘটনা মফস্বলেই বেশি। অধিকাংশ হত্যাকান্ডে ব্যবহৃত হচ্ছে বৈধ ও অবৈধ আগ্নোয়াস্ত্র নয়তো বিস্ফোরক। এছাড়াও ধারালো অস্ত্র চাপাতি, ছুরির সাহায্যেও হত্যাকান্ড ঘটানো হচ্ছে। পুলিশ সদর দফতরের সিনিয়ার তথ্য অফিসার কামরুল আহসান জানান, বিশ্বের সব উন্নত দেশেই হত্যাকান্ডের ঘটনা ঘটছে। খুনিরা ধরাও পড়ছে। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারনেই হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান, জিয়াউর রহমান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সেনা কর্মকর্তা খালেদ মোশাররফ, সাফায়েত জামিল, রাজনীতিক শেখ ফজলুল হক মনি, শেখ কামাল, আইভি রহমানের মত ব্যক্তিত্বরাও খুন হয়েছেন ঘাতকদের হাতে। এছাড়া ঢাকা অনেক কাউন্সিলরও খুন হয়েছেন বিভিন্ন সময়ে। পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সমাজ যতদিন আছে খুনের ঘটনা ঘটবে। এটা বন্ধ করা যাবে না। হবে। তবে খুনের মামলার আসামিরা ধরা পড়ছে কিনা সেটাই দেখার বিষয়।