Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
67বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যদি জিএসপি পাওয়া না যায় তাহলে টিকফা যে উদ্দেশে করা হয়েছে সেটা অর্থবহ হবে না। এখন তাদের (যুক্তরাষ্ট্র) ওপর নির্ভর করছে জিএসপি তারা আমাদের দেবে কি দেবে না। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, জিএসপি পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল সেগুলোর সবগুলোই পূরণ করেছি। তারা বলেছেন আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাঁরা চট্টগ্রাম ইপিজেড পরিদর্শন করেছে। সেখানে বিভিন্ন শ্রমিকের সঙ্গে সরাসরি কথা বলেছে। জিএসপি বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি তাদের পরিস্কার বলে দিয়েছে আমাদের পক্ষ থেকে যা করা হয়েছে, এর বাইরে কিছু করা সম্ভব নয়।’ তাঁরা জানিয়েছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠকে বিষয়টি আলোচনা ​হবে। জিএসপি ফিরে পেতে নতুন কোনো শর্ত দিয়েছে কি না জানতে চাইলে বলেন, না। নতুন কোনো শর্ত নেই।