খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঈদের পর সরকার পতনের আন্দোলন, বেগম খালেদা জিয়ার এমন হুংকার কোনো দিন বাস্তবে রূপ নেবে না। তিনি বলেন, ঈদের পর সরকার পতনের আন্দোলনের ডাক, বেগম খালেদা জিয়ার গতানুগতিক হুংকার এবারও কাগজেই রয়ে যাবে বাস্তবে রূপ নেবে না। হানিফ আজ বুধবার দুপুর ২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়া ঈদের পর সরকার পতনের আন্দোলনের যে ডাক তিনি দিয়েছেন তাতে আমাদের ভাবতে হবে এ নিয়ে কতবার তিনি ডাক দিলেন। প্রতিবারই তিনি ঈদের পর সরকার পতনের আন্দোলনের ডাক দেন কিন্তু সে ঈদ আর আসে না। এবারও তার সেই হুংকারের ডাক কাগজেই রয়ে যাবে। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী, দুর্গাপুর ইউনিয়নে পৃথক দুটি পথসভায় যোগ দেন।