খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
৫ বছরও টিকলো না আর্সেন ওয়েঙ্গারের সংসার। সম্প্রতি প্যারিসের আদালতে ডিভোর্সের মামলা তোলেন ওয়েঙ্গার দম্পতি। এতে পৃথকভাবে বসবাসের আদালতের রায় পেলো উভয়ে। দুই যুগের প্রেমিকা অ্যানি ও আর্সেন ওয়েঙ্গার বিয়ে করেন ২০১০ সালে। ১৮ বছরের এক কন্যা সন্তান রয়েছে ওয়েঙ্গার-অ্যানি দম্পতির। ডেইলি সান জানায়, ফরাসি আইন মোতাবেক উভয়ের সম্পদ সমান ভাগাভাগি করছেন তারা। পাঁচ বছর আগে বিয়ের আগ মুহূর্তে ফরাসি র্যাপ গায়িকা সোনিয়া তাতারকে জড়িয়ে গুঞ্জন প্রকাশ পায় ওয়েঙ্গারের। তখন অ্যানি বলেন, আমি দুধের মাছি নই। বার-ডিসকোথেক ঘুরে ফুটবলারদের নজর কাড়াটা আমার স্বভাব নয়। পথেঘাটে আমাকে দেখে সবাই এক ঝলকে চিনে ফেলবে এমন অভিপ্রায় রাখি না আমি। এমন বিখ্যাত হতে চাই না আমি। অর্থের জন্য কিছুই করিনি আমি। আমি তাকে সত্যি ভালবাসি। আমাকে সেও প্রতিশ্র“তি দেখিয়েছে। ১৯৯৬ সালে লন্ডন পাড়ি দেন আর্সেন ওয়েঙ্গার। তবে অ্যানির বসবাস ছিল মোনাকোতে।