Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
95টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিবর্ষণে চারজনের মৃত্যুর ‘অনাকাক্সিক্ষত’ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান। এই পুলিশ কর্মকর্তার দায়িত্বের এলাকার মধ্যে সংঘটিত ওই ঘটনার পাঁচ দিন পর বুধবার ঢাকায় নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবিষয়ে পুলিশের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। গত ১৮ সেপ্টেম্বর কালিহাতীতে সংঘর্ষের পরদিন ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত কমিটি গঠন, সাত পুলিশ সদস্যকে প্রত্যাহারের কথা সাংবাদিকদের জানান নূরুজ্জামান। তিনি বলেন, “ঘটনার পরদিন বিভাগীর কমিশনারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিভাগীর কমিশনার একটি তদন্ত কমিটি করেছেন, আমি একটি তদন্ত কমিটি করি, পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে আরেকটি অর্থাৎ মোট তিনটি তদন্ত কমিটি ঘটনা তদন্তে কাজ করছে।” এই ঘটনায় কারও ঈন্ধন ছিল কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটি থাকলে তদন্তে বেরিয়ে আসবে।” এর আগে ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোখলেছুর রহমান সন্দেহ প্রকাশ করেছিলেন, এলাকাবাসীর সঙ্গে পুলিশের ওই সংঘর্ষের নেপথ্যে কারও ইন্ধন থাকতে পারে। পুলিশ ওই ঘটনার দিনই তিনজন সাব ইন্সপেক্টর, চারজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। পরে দুজন ওসি ও একজন পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ডিআইজি। তিনি বলেন, “প্রত্যাহার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। তদন্ত যেন নিরপেক্ষভাবে হয়, তদন্তকে যেন কেউ প্রভাবিত করতে না পারে বা তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কেউ যেন যোগাযোগ করতে না পারে, সেজন্য তাদের প্রত্যাহার করা হয়েছে।” তদন্তে কোনো পুলিশ সদস্যের দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা উদ্দেশ্যমূলকভাবে ঘটনায় জড়িত হওয়ার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।