Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
36লিগ কাপের টুর্নামেন্টে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ওয়ালসলকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে হোসে মরিনহোর শিষ্যরা। জয় তুলে নিয়েছে আর্সেনাল আর ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, ঘরের মাঠে ড্র করেছে লিভারপুল। চেলসির হয়ে গোল করেন রামিরেস, লোইক রেমি, কেনেডি এবং পেদ্রো। ওয়ালসলের হয়ে একমাত্র গোলটি করেন জেমস ও’কনর। ওয়ালসলের মাঠে আতিথ্য নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। তৃতীয় রাউন্ডের এ ম্যাচে চেলসির হযে মাঠে নামেন বেগোভিচ, ইভানোভিচ, কাহিল, টেরি, বাবা, মাইকেল, চিক, রামিরেস, কেনেডি, রেমি এবং ফ্যালকাও। বদলি হিসেবে মাঠে নামেন পেদ্রো, নেমানজা ম্যাটিকরা। ম্যাচের দশম মিনিটে কেনেডির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড পাইয়ে দেন রামিরেস। আক্রমণের পশরা সাজিয়ে বসা ব্লুজরা প্রথমার্ধেই প্রায় চারটি গোলের সুযোগ নষ্ট করে। খেলার ৪১ মিনিটের মাথায় চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন রেমি। রামিরেসের সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন রেমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান কমাতে স্বাগতিকদের হয়ে গোল করেন জেমস ও’কনর। ৫২ মিনিটের মাথায় চিকের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন কেনেডি। ৭০ মিনিটে কেনেডির পরিবর্তে মাঠে আসা বার্সার সাবেক তারকা পেদ্রো দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলকে চতুর্থ গোলটি পাইয়ে দেন। ফলে, নির্ধারিত সময় শেষে ৪-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। দিনের অপর ম্যাচ গুলোতে জয় তুলে নিয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড। ড্র করেছে লিভারপুল। লন্ডনের হোয়াইট হার্ট লেনের ম্যাচে ফরাসি মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনির জোড়া গোলে টটেনহামকে ২-১ গোলে হারায় আর্সেনাল। টটেনহামের একমাত্র গোলটি আসে আত্মঘাতী। গারানদের চ্যাম্বারের ভুলে ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি পায় টটেনহাম। ওল্ডট্রাফোর্ডে নিজেদের ঘরের মাঠে ইসপইউচ টাউনকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। দলের হয়ে ২৩ মিনিটে গোল করেন ওয়েইন রুনি, ৬০ মিনিটে গোল করেন পেরেইরা আর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন চমক ছড়ানো মার্শাল। এদিকে কারলিসল ইউনাইটেডের কাছে হোঁচট খেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডের ম্যাচে ২৩ মিনিটে উঠতি ইংলিশ তারকা ড্যানি ইনগস লিভারপুলকে এগিয়ে নেন। তবে, ৩৪ মিনিটে অতিথি দলটির হয়ে আসামোয়া কারলিসল ইউনাইটেডকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ আর তাতে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কারলিসল।