খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোরবানি দিবেন চার জায়গায়। তারা কোরবানি দিচ্ছেন লন্ডনে, ঢাকায়, ফেনী ও বগুড়াতে। খালেদা জিয়া প্রতিবছর তিন জায়গায় তিনটি গরু ও ১-২টি ছাগল কোরবানি দেন। এবার তিনি দেশে না থাকলেও প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা, ফেনী ও বগুড়াতে কোরবানি দিচ্ছেন। এরমধ্যে তিনটি গরু রয়েছে। আর একটি ছাগল কেনার কথা রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার পারিবারিক সূত্র। এদিকে খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করায় সেখানে খালেদা জিয়া, তারেক রহমান, ডাঃ জুবায়দা রহমান, জাইমা রহমানসহ কোকোর স্ত্রী ও দুই কন্যার নামে কোরবানি দিচ্ছেন। তাদের নাম ছাড়াও সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল (অব.) জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর নামেও কোরবানি দিবেন। তারেক রহমান ইতোমধ্যে তার মায়ের সঙ্গে আলোচনা করে কোরবানির আয়োজন করেছেন বলে জানান তার ঘনিষ্ট সূত্র। তারেক রহমানের ঘনিষ্ট সূত্র আরো জানায়, খালেদা জিয়া এই প্রথম দেশের বাইরে ঈদ উদযাপন করছেন। তারপর আবার পবিত্র ঈদ উল আজহা। প্রতিবার তিনি দেশেই সবার নামে কোরবানি দিতেন। এবার তিনি লন্ডনে ঈদ উদযাপন করছেন। এই কারণে লন্ডনের নিয়ম অনুযায়ী কোরবানি দিচ্ছেন। আবার দেশের কোরবানিগুলোও হবে। তিনি বলেন, লন্ডনে নিয়ম হচ্ছে যেটা কোরবানি করতে চান তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেটা বলতে হয়। এই জন্য একটা দুটো কিংবা তিনটা যেটাই বলবেন সেই হিসাবে টাকা হিসাব করে দিতে হবে। সেটা দিলে ঈদের দিন কোরবানি করার পর মাংস বাসায় এসে দিয়ে যাবে। সেখানে দেশের মতো কোরবানি দেখার সুযোগ নেই। তারেক রহমানও ইতোমধ্যে এই ব্যাপারে টাকা দিয়ে দিয়েছেন। কয়টা গরু কোরবানি দেওয়া হবে এবং কত টাকা দেওয়া হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে ওই সূত্র জানায়, এটা তিনি প্রকাশ করতে চান না । তবে সবার নামে কোরবানি হচ্ছে এটা নিশ্চিত। দেশে কোন কোরবানি দেওয়া হবে কিনা এই ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, দেশেও কোরবানি দেওয়া হবে। ম্যাডাম দেশ ছাড়ার আগেই এই ব্যাপারে দায়িত্ব দিয়ে গেছেন। ইতোমধ্যে ঢাকা, বগুড়া ও ফেনীতে কোরবানি প্র¯‘তি সম্পন্ন করা হয়েছে। কেনা হয়েছে পশু।