Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
52খাতায় কলমে ভারতে অন্যতম সর্বকনিষ্ঠ মা হল চেম্বুরের ১২ বছরের এক কিশোরী। সোমবার জেজে হাসপাতালে একটি পুত্র শিশু প্রসব করল সে। একমাস আগে চেম্বুর পুলিস স্টেশনে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই কিশোরী। ততদিনে সে ৭ মাসের গর্ভবতী। কিশোরী অভিযোগ করে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে তারই সৎ বাবা। মেয়েটির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নিগৃহীতা কিশোরী মায়ের সদ্যজাত পুত্রসন্তানের ওজন ২ কেজি। এই মুহূর্তে শিশুটি জেজে হাসপাতালের নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি। কয়েক মাস আগে থেকেই পেটের যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রাথমিকভাবে তাকে কিছু ব্যাথা নিরাময়ক ওষুধ দেওয়া হয়। ডাক্তার বুঝতেই পারেননি ১২ বছরের ওই কিশোরী গর্ভবতী। কিন্তু এরপরে মেয়েটির পেট আকারে আয়তনে বাড়তে থাকলে সোনোগ্রাফি করার নির্দেশ দেন ডাক্তার। তারপরেই ধরা পড়ে ওই কিশোরী ইতিমধ্যেই ৭ মাসের গর্ভবতী। এরপরেই নিগৃহীতা কিশোরীর মা তার স্বামীর (মেয়েটির সৎবাবা) চেম্বুরে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে সদ্যজাতর ডিএনএ-এর সঙ্গে নিগৃহীতার সৎবাবার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মেয়েটি নিজেই এত ছোট সে জানেই না সদ্যজাত একজনের দেখভাল কীভাবে করতে হয়। এমনকি শিশুটিকে ঠিক করে কোলে নিতেও পারছে না সে। ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মা সম্ভবত পেরুভিয়ান লিনা মেডিনা। বর্তমানে ৮১ বছরের এই বৃদ্ধা ৫ বছর ৭ মাস বয়সে মা হয়েছিলেন।