Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
71সৌদি আরবের মিনায় হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতার সময় বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় পদ পিষ্ট হয়ে এ পর্যন্ত ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে। এর আগেও হজ পালন করতে গিয়ে নানা সময়ে পদ পিষ্ট হয়ে হাজিরা মৃত্যুবরণ করেন। পাকিস্তানের ডনের খবরে বলা হয়েছে- ১৯৯০ সালে: মক্কায় প“লিত হয়ে ১ হাজার ৪২৬ জন হাজির মৃত্যু হয়েছে। ১৯৯৪ সালে: মিনায় (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর ছুড়ে মারার সময় ২৭০ জন হাজির মৃত্যু হয়। ১৯৯৭ সালে: মিনায় হাজিদের থাকার তাবুতে আগুন লেগে ৩৪০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ১ হাজার ৫০০ জন আহত হন। ১৯৯৮ সালে: মিনায় (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর ছুড়ে মারার সময় প“লিত হয়ে ১৮০ জন হাজির মৃত্যু হয়। ২০০১ সালে: মিনায় প“লিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়। ২০০৪ সালে: হজের সময় ২৪৪ জন হাজির মৃত্যু এবং শতাধিক আহত হয়। ২০০৬ সালে: মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬০ এর অধিক হাজির মৃত্যু হয়। ২০১৫ সালে: এ বছরের ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৪০০ জন। –