খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বজুড়ে মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবানন ও জর্ডান সফর করেছিলেন সিরীয় শরণার্থীদের দেখতে। সেই সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সেখানে বোমায় পা হারানো ১৫ বছরের মালিকের সঙ্গে দেখা করেছি যে কী না আসাদ ও ইসলামিক স্টেট এর ভয়াবহতার শিকার হয়ে নিজ দেশ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমি জানি ব্রিটিশ মুসলিমরা এই আনন্দের সময়ে মালিকের মতো মানুষদের কথা ভাববে, প্রার্থনা করবে ও উপহার বিনিময় করবে। আমি জানি আপনারা এটা জেনে গর্ববোধ করবেন যে সিরিয়া শরণার্থী সংকটে যুক্তরাজ্য আর্থিক অবদানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পবিত্র ঈদে সবাইকে শরণার্থীদের কষ্টের কথা মনে রেখে ঈদুল আজহা উদযাপন করার আহ্বান রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে তিনি বলেন, আমি আপনাদের সবাইকে একটি আনন্দময় ও শান্তিপূর্ণ উৎসবের শুভকামনা জানাই, ঈদ মোবারক। সূত্র: ডেইলি অবর্জাভার