খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
সরকারী অনুমোধন আগেই দেয়া হয়ে গিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল নারী ক্রিকেট দলকে পাকিস্তান পাঠানো হবে কি হবে না, না নির্ভর করছে পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও জানিয়েছিলেন, প্রেসিডেন্ট বিদেশ থেকে ফিরলেই বৃহস্পতিবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। অবশেষে জানা গেল। বৃহস্পতিবার নিজ বাসায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা। এমনকি খুব দ্রুতই, ২৭ কিংবা ২৮ (রোববার কিংবা সোমবার) সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে সালমা-জাহানারাদের। বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তানে সর্বোচ্চ নিরাপত্তা পাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একেবারে সে দেশের রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পেয়ে থাকেন, সেই নিরাপত্তাই দেয়া হবে। নারী দলের সফরে অন্যদের সঙ্গে বিসিবি পরিচালকও থাকবেন। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও খেলার সময় মাঠে উপস্থিত থাকবেন।’ একই সঙ্গে বিসিবি সভাপতি ভেন্যুও ব্যাপারে জানান, নারী দলের এবারের সফরে কেবল লাহোরে খেলাগুলো অনুষ্ঠিত হতে পারে। তবে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে করাচিও। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল পাকিস্তানের লাহোর ও করাচি সফর করেছিল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্ট। তবে এরপরও বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়ে এসেছিল।’ প্রসঙ্গত, নারী ক্রিকেট দলের সিরিজের ভেন্যু হিসেবে করাচিকেই চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে যে কমপ্লেক্স রয়েছে সেখানে রয়েছে আবাসন ব্যবস্থাও। যে ক’দিন সালমারা পাকিস্তান থাকবে, সে ক’দিন স্টেডিয়ামের ভেতরেই অবস্থান করবে। বিমান থেকে নেমে সোজা স্টেডিয়াম এরপর, স্টেডিয়াম থেকে আবার সোজা বিমানে। আবার বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল পিসিবিকে শর্ত দিয়ে এসেছে, ম্যাচের জন্য কোন টিকিট বিক্রি করা যাবে না। স্টেডিয়ামে কোন দর্শক প্রবেশ করতে পারবে না। গত মঙ্গলবার মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বিসিবিতে চিঠি পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় । সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ জানান, ঈদের পর মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি হয়েছে।