খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
ঈদের ছুটির প্রথম দিনেই ফাকা হয়ে পড়েছে রাজধানী। রাজধানীবাসী বলছেন, ঈদের ছুটিতে ঢাকা যানজটমুক্ত হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন তারা। তবে গণপরিবহণের সংখ্যা কম হওয়ায় যাতায়াতে ভোগান্তিসহ বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের। এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বলছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে এরইমধ্যে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। বিজয় সরণীর এই ফাকা রাস্তাই বলে দিচ্ছে ঈদের ছোঁয়া লেগেছে রাজধানীতে। একদিন আগেই যেখানে রাজধানীবাসীর কাছে অসহনীয় ছিল প্রচণ্ড যানজট আর যানবাহনের শব্দ, সেখানে স্বস্তি ফিরে এনেছে ঈদের আগমন। তবে যাত্রীদের অভিযোগ, মহাসড়কে একে তো যানবাহনের সংখ্যা কম তার উপরে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। এতে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে ডিএমপি বলছে, রাজধানীবাসীর ঈদকে নির্বিঘœ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। ঢাকাবাসীর প্রত্যাশা, আবহাওয়া শুষ্ক থাকলে কোন প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আনন্দে কোরবানির ঈদ উদযাপন করতে পারবেন তারা।