Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
80বৃষ্টি ও গর’ সরবরাহ বেশি থাকার কারণে গত কয়েক দিন রাজধানীর গর’র বাজারে ভাটা থাকলেও শেষ দিনে কোরবানির পশুর বিক্রি বেড়েছে। সেই সঙ্গে দামও বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। গরুর মতোই ছাগলের দাম আগের বছরের তুলনায় চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। ভাল দাম দামে বিক্রি করায় গর’ ও ছাগল বিক্রেতারা বেজায় খুশি। আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, বেশির ভাগ হাটেই পশুর সংখ্যা ছিল অনেক কম। অন্য হাটের তুলনায় গর’র সরবরাহ বেশি থাকার খবরে অনেক ক্রেতাকে গাবতলী হাটের দিকে ছুটতে দেখা যায়। ঈদের আগে শেষ দিন হওয়ায় বাধ্য হয়ে বেশি দাম দিয়ে গর’ কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতারা। গাবতলী হাট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি গর’ কিনেছেন আশরাফুল ইসলাম। এতে গত কয়েক দিনের তুলনায় দাম অন্তত ৪০ হাজার টাকা বেশি পড়েছে বলে তার ধারণা। পাবনা থেকে ১৩০টি ছাগল এনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১০০টি বিক্রি করেছেন আতাউর বেপারি। যার মধ্যে ৮০টিই বিক্রি হয়েছে বৃহস্পতিবার। এবং অন্য দিনের চেয়ে আজ বেশি টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাতের মধ্যে সবগুলো বিক্রি হয়ে যাবে বলে আশা প্রকাশ করে তিনি। মতিয়ার রহমান এ প্রতিবেদককে বলেন, আফতাবনগর, গোলাপবাগ, পোস্তগোলা ও শ্মশানঘাট গর’র হাটে ঘুরে এসেছে গাবতরীতে পছন্দের গর’ পেয়েছি। শেষ দিন তাই দাম বেশি হলেও কিছু করার নাই।