খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মক্কায় হজ পালনকালে মর্মান্তিকভাবে প“লিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছে এক বার্তা পাঠিয়েছেন। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মিনায় বৃহস্পতিবার সকালে সাত শতাধিক হজ পালনকারীর মর্মান্তিক প্রাণহানি এবং আরো আট শতাধিক আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত ও অশ্রুসজল। প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ আমার সঙ্গে আপনার কাছে গভীর শোক এবং আপনার মাধ্যমে বিভিন্ন দেশের হতাহতদের পরিবারের সদস্যদের কাছে আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেন, তাঁদের হজ কবুল করার ও বেহেশতে সর্বোত্তম স্থান দেয়ার জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি। মহান আল্লাহ তাঁদের নিকটজনদের এই অপূরণীয় ক্ষতি বহন করা সাহস ও ধৈর্য দিন। –