খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর। এই লিগে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এই সেরা ক্রিকেটার ছাড়াও আসরে মাঠ মাতাতে আসছে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটার। ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং ড্যারেন সামির মত বিশ্বসেরা খেলোয়াড়রা। ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশনে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন টি-টোয়েন্টি ক্রিকেট কিং ক্রিস গেইলও। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট এবং টিম ব্রেসনানও তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন। লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা এবং ইসলাবাদসহ মোট পাঁচটি দল পিএসএলের প্রথম আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজ মানি থাকবে ১০ লক্ষ ডলার। প্রসঙ্গত, ৪-২৪ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।